বান্দরবানের জনপ্রিয় নির্বাক ব্যান্ড এর প্রথম ব্যান্ড মিউজিক এ্যালবাম যান্ত্রিকতা এর মোড়ক উন্মোচন করা হবে। মোড়ক উন্মোচন উপলক্ষ্যে কাল রোববার বিকালে বান্দরবান সরকারী কলেজ প্রাঙ্গনে এ উপলক্ষ্যে কনসার্ট এর আয়োজন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উক্ত অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রীর সহধর্মীনি মেহ্লা প্রু, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকসহ অনেকে উপস্থিত থাকবেন। এসময় নির্বাক ব্যান্ডের পাশাপাশি বান্দরবানের ব্যান্ড বৃত্ত এবং চট্টগ্রামের ব্যান্ড বিষন্ন সংগীত পরিবেশন করবে।
নির্বাক ব্যান্ড দলের ভোকাল সরিত অপূর্ব চৌধুরী ও সদস্য রঞ্জয় দাশ পাহাড়বার্তাকে বলেন, আমার অনুষ্ঠান সফল করতে আমরা সবধরণের প্রস্তুতি শেষ করে এনেছি।
নষ্ট ছেলে, শহরতলী,বল স্বরুপ,অতৃপ্তি,যান্ত্রিকতা ও শিশির অসাধারণ এই ৬টি গান নিয়ে সাজানো হয়েছে নতুন এ্যালবামটি। নির্বাক ব্যান্ডের এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসাবে আছে পাহাড়ের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল পাহাড়বার্তা।
প্রসঙ্গত, গত বছরের প্রথম দিকে একদল স্বপ্নবাজ তরুণ বান্দরবান জেলায় নির্বাক নামের এই ব্যান্ড দলটি গঠন করে ইতিমধ্যে ব্যাপক পরিচিতি লাভ করে।