নিখোঁজ মো: অনিকুল ইসলাম অন্তর এর পিতা মো: ইসহাক মিয়া জানান, গত মঙ্গলবার ঈদের দিন দুপুর ১২টার সময় লামা বাজারের উদ্দেশ্যে ঘর থেকে বাহির হলে আর ঘরে ফিরে আসেনি অনিকুল। অনেক খোজাখুঁজি করেও তাকে না পেয়ে চিন্তায় আছে অন্তরের পরিবারের লোকজন। তার উচ্চতা ৫ফুট ১ইঞ্চি, গায়ের রং শ্যামলা, তার পরনে ছিল খয়েরি রং এর প্যান্ট, সবুজ রং এর শার্ট। সে কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলে।
এদিকে নিখোঁজের সন্ধান পেতে বৃহস্পতিবার বিকালে লামা থানায় সাধারণ ডায়েরি করে অন্তরের বাবা। কোন ব্যাক্তি তার সন্ধান পেলে ০১৮৮২৮৯৬৯৫৬ বা ০১৮৫৩৪১০০৫০ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছে নিখোঁজের পরিবারের সদস্যরা।