বান্দরবানের ৭ উপজেলার চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহন ২৫ এপ্রিল

purabi burmese market

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবান পার্বত্য জেলার সাত উপজেলায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল। বিষয়টি নিশ্চিত করে গত মঙ্গলবার (১৬ এপ্রিল) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী সংশ্লিষ্ট জন প্রতিনিধি ও কর্মকর্তাদের পত্র পাঠিয়েছেন।
প্রসঙ্গত, গত ১৮ মার্চ অনুষ্ঠিত বান্দরবানের ৭টি উপজেলার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলিকদম উপজেলায় সতন্ত্র প্রার্থী আবুল কালাম এবং অন্য ৬টি উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।