বান্দরবানে করোনায় নতুন আক্রান্ত ২জন

গেল ২৪ঘন্টায় বান্দরবানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ২জন,আক্রান্ত ২জনই বান্দরবান সদর উপজেলার বাসিন্দা।

NewsDetails_03

বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা জানান, এ পর্যন্ত বান্দরবানে ৭ হাজার ১শত ২১জনের নমুনা সংগ্রহ করা হয়েছে তার মধ্যে ৬হাজার ৪শ ৫৭জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে, এদের মধ্যে ৯৯৫ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ৯৭১জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে। তিনি আরো জানান, জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৪জনের মৃত্যু হয়েছে।

এদিকে স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবানে এই পর্যন্ত ১৮ হাজার ২জন করোনার ভ্যাকসিন গ্রহণ করেছে এবং সবাই সুস্থ রয়েছে।

আরও পড়ুন