বান্দরবানে বালু বোঝায় ট্রাক চাপায় এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে, নিহতের নাম জহুরা। আজ সকালে জেলার রোয়াংছড়ি উপজেলার ছাইংগ্যা এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটা দিকে রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের তেতুলিয়া পাড়ার এলাকায় অবৈধ ভাবে সাংগু নদীর চর থেকে বালু নিয়ে ফেরার পথে জহুরাকে চাপা দেয়, সে ঘটনাস্থলেই প্রান হারায়। সে ছাইগ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণীর ছাত্রী এবং তারাছা ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাইগ্যা এলাকার বাসিন্দা খাইরুল বশর এর কন্যা।
ঘটনার পর ড্রাইভার মোঃ রাশেদ গাড়ি নিয়ে পালিয়ে যায়। ড্রাইভারের বাড়ি বাজালিয়ায় বলে জানা গেছে। ঘটনার পর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠায় পুলিশ।