খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা। এসময় পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, জেলা ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি মো: নাছির উদ্দিনসহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
খেলায় জেলা ফুটবল একাদশ দল ৫-৩ গোলে যুব ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। খেলায় জেলা ফুটবল একাদশ দলের ৯ নং জার্সিধারী মো:জাফর ইকবালকে সেরা খেলোড়ায়ের পুরস্কার প্রদান করা হয়। শত শত দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
আয়োজকরা জানান, বীর বাহাদুর টানা ৫বার এমপি পদে থেকে জেলার ক্রীড়া উন্নয়নে ব্যাপক ভ‚মিকা রাখেন তাই তার সমর্থনে এই আয়োজন করা হয়েছে।