পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের ভূমিকা বিষয়ক এক পরামর্শ মূলক সভা অনুষ্টিত হয়েছে ।
বৃহস্পতিবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম প্রতিবন্ধী ফোরাম এর উদ্যোগে এই পরামর্শমূলক সভা অনুষ্টিত হয়। পার্বত্য চট্টগ্রাম প্রতিবন্ধী ফোরাম এর সভাপতি যোগ্যমনি ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা ।
সভায় বক্তারা বলেন, কোন ভাবেই প্রতিবন্ধীদের বোঝা মনে করা ঠিক হবেনা। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলে আমাদের কাজে লাগাতে হবে। এসময় বক্তারা আরো বলেন, প্রতিবন্ধীরা সমাজেরই অংশ এ কথা আমাদের সকলকেই মনে রাখতে হবে। প্রতিবন্ধীদের করুণা না করে তাদের সমাজের সর্বক্ষেত্রে সমঅধিকার প্রদানের মধ্য দিয়ে তাদের স্বার্থ রক্ষা করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় সভায় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: অং সুই প্রু, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, সদস্য চিং ইয়ং ম্রো , সদস্য ফিলিপ ত্রিপুরা, প্রতিবন্ধী কল্যাণ সংস্থা (প্রকস) এর নির্বাহী পরিচালক জর্জ ত্রিপুরা,মানবাধিকার কমিশনের সভানেত্রী নীলিমা আক্তার নীলাসহ বিভিন্ন সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তা ও প্রতিবন্ধীরা ।