অসাংবাদিকভাবে কারাগাগারের ভেতরে আদালাত স্থানান্তরেরর প্রতিবাদ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বান্দরবানে প্রতীকী অনশন কর্মসূচি পালন করছে জেলা বিএনপি’র ও অঙ্গসংগঠন। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং ও সাধারন সম্পাদক জাবেদ রেজা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার শহরের জেলা জর্জ কোর্ট সংলগ্ন এলাকায় দলীয় কার্যালয়ের এ প্রতীকী অনশন শুরু হয়েছে। প্রায় ঘন্টায় ব্যাপী এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে খালেদা জিয়ার মুক্তির আহ্বান জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন, শুধু রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। মিথ্যে মামলায় তাকে আটকে রাখার কোনো সুযোগ নেই। অবিলম্বে দেশনেত্রীর মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে দূর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন এই নেতা।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন তুষার, মংশৈ ম্রা সহ জেলা বিএনপির, সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, জেলা যুবদল, জেলা সেচ্ছসেবক, জেলা ছাত্রদল, পৌর যুবদল, পৌর ও কলেজ ছাত্রদলের নেত্ববৃন্দ।