আজ বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং ও সাধারন সম্পাদক জাবেদ রেজার নেতৃত্বে নেতাকর্মীর নিয়ে বাজার অভিমুখে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে জর্জ কোর্ট সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে সমাবেশ আয়োজন করেন দলটি।
সমাবেশে বক্তরা, অবিলম্বে দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আমির খসরুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে দূর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন তুষার, বান্দরবান জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাবিকুর রহমান জুয়েল,যুবদলের সাধারণ সম্পাদক শিমুল দাস,সাংগঠনিক সম্পাদক জহির উদ্দীন মাসুম,পৌর বিএনপি সহ-সভাপতি সাইদুল আলম সাইদ জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল আমিন ফরহাদ, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলামসহ অনেকে।