বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩৪তম আন্ত:অফিস ভলিবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক আয়োজিত বান্দরবান রাজারমাঠে এই প্রতিযোগিতার সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পৌর মেয়র ইসলাম বেবী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন নূর উর-রহমানসহ স্থানীয় ক্রীড়াবিদরা।
সমাপনী দিনের ভলিবল প্রতিযোগিতায় ক বিভাগে ওজোপাডিকো লি:২৫ পয়েন্ট পেয়ে খ বিভাগে প্রধান প্রকৌশলী পূর্তকাজকে পরাজিত করে বিজয়ী হন। এবারে ৩৪তম আন্ত:অফিস ভলিবল প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার মোট ৩৫টি দল অংশ নিয়েছিল।