বান্দরবান সদর উপজেলার রেইছা থলি পাড়ায় সইত বৌদ্ধ বিহারে নবনির্মীত বিশ্বশান্তি ভদ্রমুণি জাদী ভগবান বুদ্ধের উদ্দ্যেশে উৎসর্গ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে বান্দরবান সদরের রেইছা থলি পাড়ায় এই জাদীর আনুষ্ঠানিক ভাবে উৎসর্গ করেন রোয়াংছড়ি বৌদ্ধ বিহারের বিহারাধক্ষ্য ৬ষ্ঠ তম সংঘরাজ উ: ওয়াইচা রিন্দা মহাথের। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিহার থেকে আগত থের-মহাথের ভিক্ষু সংঘসহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা সহ বৌদ্ধ ধর্মালম্বী শতশত নর-নারীরা।
দেশের বৌদ্ধ ধর্মালম্বীসহ সকল সম্প্রদায়ের সুখ-শান্তি’র কামনায় ভগবান বুদ্ধের উদেশ্যে এই বিশ্বশান্তি ভদ্রমুণি জাদীটি নির্মাণ করা হয়। আগামী ২৯ শে এপ্রিল বৈশাখী পূর্ণীমাকে সামনে রেখে সকলের সুখ সমৃদ্ধি কামনায় জনসাধারণের জন্য এই জাদীটি উন্মুক্ত করা হবে।