এসময় বর্ণাঢ্য শোভাযাত্রায় বান্দরবানের বোমাং রাজা উ চ প্রু,পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংক্যচিং চৌধুরৗ,বোমাং হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক টি মং প্রু’সহ রাজপরিবারের সদস্য ও বিভিন্ন মৌজার হেডম্যান ও কারবারীরা অংশ নেয়।
পরে সাংঙ্গু নদীর তীরে বটগাছ ও নদীর পূজা করে বৌদ্ধ ধর্মালম্বী নারী ও পুরুষেরা। এসময় মোমবাতি ও ধুপ জ্বালিয়ে এবং নদীতে ফুল বির্সজন দিয়ে পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরে পৃথিবীতে সুখে শান্তিতে বসবাস করার প্রার্থনা করে সকলে।
প্রসঙ্গত ,প্রতিবছর বৈশাখ মাসে বান্দরবানের রাজ পরিবারের পক্ষ থেকে এই নদী পূজা উদযাপন করা হয়ে থাকে।