বান্দরবানে মোটর সাইকেলসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসির মো:রফিকউল্লাহর নেতৃত্বে আজ সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে অভিযান চালিয়ে বান্দরবান থেকে চুরি হওয়া একটি ডিসকভার ১৩৫ মোটর সাইকেল উদ্ধার করে। এসময় ঘটনায় জড়িত থাকার সন্দেহে মৃত নিখিল বড়ুয়ার ছেলে তাপস বড়ুয়া অভি ও আব্দুল মান্নানের ছেলে মোঃ সাগরকে একই এলাকা থেকে গ্রেফতার করে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:রফিকউল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ ।