বান্দরবানে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) লাইব্রেরীর সামনে অধীর সেন (৭০) নামে এক বৃদ্ধের লাশ পড়ে আছে । খবর পেয়ে পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন ।
আজ বৃহস্পতিবার (১৪) মে সকালে বান্দরবান ডনবস্ক স্কুলের পাশে বিএমএসসি লাইব্রেরীর সামনে ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায় ।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, অধীর সেন শহরের মধ্যমপাড়ার একটি চায়ের দোকানের কর্মচারী ছিল । তবে তার বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলায়র খুরুসকুল এলাকায় ।
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশটি বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর কারণ বলা যাবে।