বান্দরবানে শীত বস্ত্র বিতরণ

বান্দরবান জেলার জামছড়ি ইউনিয়নের রাজা খামার পাড়ায় ৫০টি পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) এর উদ্যোগে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরণ করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা ।

NewsDetails_03

এ সময় উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং খুমি ।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, সমাজের অবহেলিত, বঞ্চিত এবং হত দরিদ্রদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে আরো শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হবে।

আরও পড়ুন