এসময় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা প্রশাসক মো: আসলাম হোসেন,পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, বৌদ্ধ অনুসারী নেতাসহ স্থানীয়রা বৌদ্ধঅনুসারীরা মূর্তিতে পবিত্র জল ঢেলে স্নান করান। এসময় বিশেষ প্রার্থনায় ধর্মীয় দেশনা প্রদান করেন উ চ হ্লা ভান্তে।
এদিকে এ উপলক্ষ্যে আজ রাতে শহরের অলি গলিতে পিঠা উৎসবে মেতে উঠবে জেলার মারমা সম্প্রদায়। রোববার ও সোমবার শহরের রাজার মাঠে জলকেলী আর রাতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সোমবার মারমাদের বর্ষবরণের সাংগ্রাই অনুষ্ঠানের ইতি টানা হবে।