করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় বান্দরবান পৌর এলাকার লকডাউনের সময় আরও ২১ দিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন রেজা
আজ বুধবার (২৪ জুন) সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন রেজা এ তথ্য নিশ্চিত করেন ।
তিনি আরো বলেন, আগামীকাল বৃহস্পতিবার ( ২৫ জুন ২০২০) সকাল ৬:০০ টা হতে রেড জোন ঘোষিত বান্দরবান পৌরসভা এলাকায় পরবর্তী ২১ দিনের জন্য কঠোর ভাবে লকডাউন কার্যকর করা হবে ।

আগামী ২১ দিনের জন্য ঔষধের দোকান ব্যতীত সবধরনের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান মাছ বাজার কাঁচাবাজার মুদিদোকান বন্ধ থাকবে। সবধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি ।
শামীম হোসেন রেজা বলেন, প্রতিটি ওয়ার্ডে ভ্রাম্যমাণ ভ্যানগাড়িতে শাকসবজি কাঁচামাল বিক্রির ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলের নেতৃত্বে গঠিত স্বেচ্ছাসেবক দের সহায়তা গ্রহণ করবেন। সবাই ঘরেই থাকুন। নিরাপদ থাকুন। লকডাউন মেনে চলুন। অন্যথায় কঠিন শাস্তির সম্মুখীন হবেন।
তিনি আরো বলেন, বান্দরবান শহরকে এবং বান্দরবান জেলাকে করোনার ভয়াল থাবা থেকে রক্ষা করতে আপনাদের কার্যকর সহযোগিতা কামনা করি। কেউ দয়া করে আইনভঙ্গ করার চেস্টা করবেন না। কোন বিষয়ে তদবির করবেন না। আইনপ্রয়োগে আমরা কঠোর অবস্থানে থাকবো।