বান্দরবান সরকারি মহিলা কলেজে বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মদিবস পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম দিন জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষ্যে বান্দরবান সরকারি মহিলা কলেজে নানা আয়োজনে পালিত হয়েছে । শুক্রবার সকালে দিবস উপলক্ষ্যে কলেজটির মিলানায়তন কক্ষে কুইজ, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয় । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া । অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রভাষক মুহাম্মদ সাইফুর রহমান চৌধুরী, বকতেয়ার উদ্দিন, মোহাম্মদ ফরিদুল আলম , উত্তম মহাজন, জান্নাতুল মাওয়া, নুরুল আফছার, মাঈন উদ্দিন , রামপদ দে সহ কলেজে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বলেন “স্বাধীনতার এ মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমাদের এই স্বাধীন দেশ পেতাম না। পরে রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

আরও পড়ুন