রাঙামাটির জেলার বিলাইছড়ি উপজেলায় ফারুয়ায় দুই বোনকে ধর্ষণ ও যৌন নিপীড়নকারী দোষী ব্যাক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যৌথভাবে মানববন্ধন করেছে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ ), ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।
আজ মঙ্গলবার, দুপুর সাড়ে ১২টায় রাঙামাটি শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে প্রায় আধা ঘন্টা ব্যাপী এ প্রতিবাদী মানববন্ধন কর্মসূচী চলে। এসময় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজলী ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশ রাঙাগামাটি জেলা সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি শান্তি প্রভা চাকমা।
বক্তারা বলেন, বিলাইছড়ির নারী ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দিতে একটি গোষ্ঠী তৎপর হয়ে উঠেছে। মাববন্ধন থেকে পার্বত্য চট্টগ্রামসহ দেশের সচেতন মানুষ তা কখনো মেনে নেবে না বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।