বিলাইছড়িতে ৩ গ্রামবাসীকে হত্যার দায়ে বার দিন পর মামলা

NewsDetails_01

বান্দরবানের রুমায় পাইন্দু ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সীমান্তঘেষা রাঙ্গামাটি বিলাইছড়ি উপজেলায় ৪নং বড়থলি ইউনিয়নের সাইজাম পাড়ায় ত্রিপুরা সম্প্রদায়ের তিনজন গ্রামবাসীদের হত্যার অভিযোগে ১২দিন পরে বিলাইছড়ি থানায় মামলা করেছেন বলে জানান থানা পরিদর্শক (ওসি) মোহাম্মদ আলমগীর।

তিনি বলেন, ভুক্তভোগী চিতারাং ত্রিপুরা (৬৫) নিজেই বাদী হয়ে মামলাটি করে। যার মামলা নং-১। যার দণ্ডবিধি ১৪৩,৪৪৭, ৪৪৮, ৩০৭, ৩২৬, ৩০২ ও ৩৪ ধারায় মামলা হয়েছে বলে জানা গেছে ।

NewsDetails_03

সূত্রমতে, গুরুতর জখম, হত্যা ও হত্যার চেষ্টার দায়ে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বা কথিত বম পার্টি সদস্য ২৫-৩০ জনের বিরুদ্ধে অজ্ঞাতনামা এ মামলা করা হয়েছে।

বাদীর ভাষ্য মতে, গত ২১ জুন কুকিচীন বম পার্টি তাদের অতর্কিত হামলা করে, হুমকি দিত ও ৩ জনকে হত্যা করে। তাই নিজ এলাকায় থাকতে না পারার এসব অভিযোগ নিয়ে এ মামলা দায়ের করি।
তিনি বলেন, তাদের গায়ে সবুজ রঙের চেক চেক পোশাক পরিহিত ছিল।

তিনি আরও বলেন, আহত শিশু অনন্ত ত্রিপুরা ও সুমনা ত্রিপুরা বর্তমানে সুস্থ আছেন। আর বম পার্টির হামলায় নিহতরা হলেন, বিচাই চন্দ্র ত্রিপুরা, সুভাষ ত্রিপুরা, ধনরাম ত্রিপুরা।

আরও পড়ুন