বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে র‌্যালি

NewsDetails_01

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে র‌্যালি
“সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা” প্রতিপাদ্যে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে রাঙ্গামাটিতে র‌্যালি বের করা হয়। পরে সিভিল সার্জন অফিসের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন (ভাঃ) ডা: নীহার রঞ্জন নন্দীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার (এসএএফ) রনজিত কুমার পালিত, জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শওকত আকবর খান, সদর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বিনোদ শেখর চাকমা প্রমুখ। আলোচনাসভায় স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মুহাম্মদ মাকসুদুর রহমান।
অনুষ্ঠানে ব্র্যাক, বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিল, নার্সিং ইনস্টিটিউট, সমাজকল্যাণ সংস্থা ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ অংশ নেয় ।

আরও পড়ুন