বীর বাহাদুরের পক্ষে আলীকদমে মতবিনিময় সভা

NewsDetails_01

আলীকদমে মহিলা আওয়ামীলীগের মতবিনিময় সভা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং কে ৬ষ্ট বারের মত নির্বাচিত করতে আলীকদম উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ভোট কেন্দ্র ভিত্তিক গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকালে আলীকদম ১নং সদর ইউনিয়নের ১ ও ২ নং ওর্য়াডের মহিলা ভোটার নিয়ে আলীকদম সরকারি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলীকদম উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এনুছা মার্মার সভাপতিত্বে উক্ত গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জামাল উদ্দিন। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমরঞ্জন বড়ুয়া, আলীকদম উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নাছির উদ্দিন, আলীকদম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুংরিমং মার্মা, আলীকদম উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক আলীকদম উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ব্যরি মার্মা, আলীকদম উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোজিনা আক্তার সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের মহিলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ এবং ১ নং সদর আলীকদম ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের আগত মহিলা ভোটাররা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন