মাটিরাঙ্গায় রমজানের পবিত্রতা রক্ষার্থে র‌্যালি

purabi burmese market

মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখুন রাখতে হবে। এসব স্লোগানে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ২২ মার্চ, আসরের নামাজের পর মাটিরাঙ্গা ইমাম ও ওলামা কল্যাণ সমিতির আয়োজনে
আয়োজনে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি মাটিরাঙ্গা পৌরসভার প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে শেষ হয়।

পরে রমজানের পবিত্রতা রক্ষার্থে বক্তব্য দেন, মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাও: মো. হুারুনুর রশিদ। এ সময়, মাটিরাঙ্গা ইমাম ও ওলামা কল্যাণ সমিতির সদস্যবৃন্দ সহ অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ এবং রমজানের পবিত্রতা রক্ষার জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।