মানবিক সহযোগিতায় কাজ করছে সেনাবাহিনী : লে: কর্ণেল সাইফ শামীম

purabi burmese market

সেনাবাহিনী সবসময় মানুষের কল্যাণে কাজ করছে। অতীতের মতো পাহাড়ে নিরাপত্তা স্থাপনের পাশাপাশি মানবিক সহযোগিতায় সেনাবাহিনী দায়িত্ব পালন করে বলে জানিয়েছে আলীকদম জোনের জোন কমান্ডার লেঃকর্ণেল মোঃ সাইফ শামীম পিএসপি।

বুধবার ১১টার সময় আলীকদম জোনের হলরুমে আলীকদম-লামার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে মাসিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।

তিনি আরও বলেন,সেনাবাহিনী অপরাধ নির্মূলের পাশাপাশি সম্প্রীতি, শৃঙ্খলা সবকিছু স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর পাশাপাশি সক্রিয় ভাবে সবার সহযোগিতা আছে।কারও পক্ষে একা কোন কাজ করা সম্ভব নয়।

অনুদান অনুষ্ঠানে আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর এএসএম ফখরুল ইসলাম চৌধুরী পিএসসি ছাড়াও সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা,মিডিয়া ব্যক্তি ও ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও মেধাবী দরিদ্র বিভিন্ন বিদ্যালয় ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখঃ আলীকদম জোনের অর্থায়নে আলীকদম মৈত্রী উচ্চ বিদ্যালয়, আলীকদম মুরুং ছাত্রাবাসসহ আলীকদম -লামা বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয় এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার যাবতীয় খরচ বহন করেন।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।