৭১ এর রনাঙ্গনের অকুতোভয় মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ। নিজের জীবনকে বাজি রেখে যিনি উপহার দিয়েছেন একটি স্বাধীন বাংলাদেশ। শত্রুর মোকাবেলায় একবিন্দুও নিজের জীবনের কথা চিন্তা করেননি এই মুক্তিযোদ্ধা কিন্তু আজ তিনি জীবন যুদ্ধে পরাধীন। আক্রান্ত হয়েছে নানান রোগে, চোখে দেখেনা, অন্যের সাহায্যে তাঁকে চলতে হয়। শুধুমাত্র সরকারের মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী দিয়ে তাঁর জীবন সংসার চলে। এমতবস্থায় তার চিকিৎসার্থে এগিয়ে আসলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা। গত ২৪ ডিসেম্বর কাপ্তাইের বালুচর এলাকায় মুক্তিযোদ্ধা আব্দুর রশীদের ঘরে তিনি ছুটে যান, প্রদান করেন নগদ অর্থ এবং শীত বস্ত্র। প্রতিশ্রুতি দেন মুক্তিযোদ্ধা আব্দুর রশীদের জন্য তিনি সাধ্যমত সবকিছু করবেন।
এই প্রসঙ্গে জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা এই প্রতিবেদকে জানান, যাদের অবদানে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংঘর্ষে আমরা বিশ্বের বুকে একটি মানচিত্র পেয়েছি, সেই সব বীর মুক্তিযোদ্ধারা কখনোও অবহেলিত হচ্ছেনা আ’লীগের শাসনামলে। তিনি আরো জানান, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান প্রর্দশন করেছেন। তিনি আজীবন অসহায় মুক্তিযোদ্ধা আব্দুর রশীদের পাশে থাকবেন বলে জানান। এদিকে কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরীও অসুস্থ এই মুক্তিযোদ্ধাকে দেখতে তার ঘরে যান।