মৎস্য সপ্তাহ উপলক্ষে বান্দরবানে মতবিনিময় সভা

NewsDetails_01

“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৮ আগস্ট থেকে ০৩ সেপ্টেম্বর জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে বান্দরবানের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) সকালে জেলা মৎস্য অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা অনিল কুমার সাহা, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রথম আলো জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা সহ জেলা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।

জেলায় মাইকিং এবং ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচারণা, সফল মৎস্য চাষীকে পুরস্কার, জেলার গুরুত্বপূর্ণ জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মতবিনিময় সহ আরও বিভিন্ন ধরনের কর্মসূচি সপ্তাহব্যাপী পালন করবে জেলা মৎস্য অফিস ।

আরও পড়ুন