রাঙামাটিতে অগ্নিকান্ডে ৪ দোকান ও বসতঘর পুড়ে ছাই

purabi burmese market

রাঙামাটি শহরে রাজবাড়ী এলাকায় প্রতিবন্ধি স্কুলের পাশে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার মধ্যরাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, দোকানের পিছনে একটি বসত ঘর থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে প্রায় ৫০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে, স্থানীয়দের অভিযোগ, দোকনের পিছনের একটি ঘরে প্রায় মাদকাসক্তদের আড্ডা বসতো।

রাঙামাটি জেলা ফায়ার স্টেশনের উপ পরিচালক রফিকুজ্জামান বলেন, প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। কিভাবে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে তিনি জানাতে পারেননি।

এদিকে, আজ সোমবার সকালে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী ও জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থ এলাকায় পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।