রাঙামাটিতে ইমাম সমিতির সম্মেলন
রাঙামাটি সদরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইমামদের নিয়ে সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে আলেম ওলামা সমাজের ভুমিকা শীর্ষক সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩১ জানুয়ারী) সোমবার দুপুরে জেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতির সভাপতি কারী ওসমান গণি চৌধুরী, কালেক্টরেট জামে মসজিদের খতিব মোঃ আবুল কাসেম প্রমুখ। সম্মেলনে বিভিন্ন মসজিদের অর্ধশতাধিক ইমাম অংশগ্রহণ করেন।
সম্মেলনে বক্তারা বলেন, মাঠ পর্যায়ে সরকারের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। জঙ্গিবাদ নির্মূল, ইভটিজিং, বাল্য বিবাহ সহ নানা জন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ইমামদের সম্পৃক্ততা সবসময় পাওয়া যায়। কারণ সমাজের কাছে ইমামদের গ্রহনযোগ্যতা রয়েছে।