রাঙামাটিতে কাল থেকে আল ফেসানী স্কুল মাঠে বসবে বনরুপা ও কা‌লি‌ন্দিপুর বাজার

NewsDetails_01

করোনা ভাইরাস মোকাবেলায় উদ্ভুত পরিস্থিতিতে সামা‌জিক দুরত্ব বজায় রাখতে জেলা শহরের বনরুপা ও কা‌লি‌ন্দিপুরের কাঁচা বাজারগুলো কাল মঙ্গলবার (১৪ এপ্রিল) থেকে বনরুপায় ফরেস্ট রোডে অব‌স্থিত আল ফেসানী স্কুল মাঠে বসানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের এন‌ডি‌সি উত্তম কুমার দাশ বলেন,‘কাঁচাবাজার গুলোতে ভিড় হচ্ছে প্রচণ্ড,সেখানে গাদাগাদি করে দোকান বসে। লোকজন গাদাগাদি করে জড়ো হয়ে কেনাকাটা করেন। তাই করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে আমরা এই উদ্যোগ নিয়েছি।’

NewsDetails_03

তিনি আরও বলেন,‘সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সং‌শ্লিস্ট বাজার ক‌মি‌টির সাথে আলোচনা করে আল ফেসানী স্কুল মাঠে বাজার বসানোর সিদ্ধান্ত নিয়েছি। এজন্য শহরে মাই‌কিং করা হচ্ছে।

প‌রি‌স্থি‌তি বিবেচনায় জেলা শহরের রিজার্ভ বাজার ও তবলছ‌ড়ি বাজারের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হ‌বে।

আরও পড়ুন