রাঙামাটির ঘাগড়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত সিএনজি চালকের নাম মোঃ কালাম। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের ডাক বাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকালে রাঙামাটি থেকে চট্টগ্রামে যাওয়ার পথে ঘাগড়া ইউনিয়নের ডাক বাংলো এলাকায় বিপরীত থেকে আসা যাত্রীবাহী সিএনজি এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হয়েছেন। আহতরা হলেন, মোঃ সিদ্দিকুর রহমান (৪০), সালমা আক্তার (২৮), ফাতেমা আক্তার (৪), রোকাইয়া আক্তার (৫) মোঃ সাকিব (২০)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে রাঙামাটি মেডিকেল হাসপাতালে পাঠিয়েছেন। আহত সবাই এক পরিবারের সদস্য বলে জানা গেছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবর বলেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক দেখে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যরা রাঙামাটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনায় সিএনজি চালক নিহত হয়েছেন,ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে।