রাঙামা‌টিতে বঙ্গবন্ধু পৌরসভা প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু

purabi burmese market

বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের জন্মশতবা‌র্ষিকী উপলক্ষ্যে দীর্ঘ পাঁচ বছর পর রাঙামা‌টিতে শুরু হয়েছে বঙ্গবন্ধু পৌরসভা প্রথম বিভাগ গোল্ডকাপ ক্রি‌কেট লীগ।

আজ মঙ্গলবার সকালে রাঙামা‌টি মারী স্টে‌ডিয়ামে রাঙামা‌টি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থা ও রাঙামা‌টি পৌরসভার যৌথ আয়োজনে এই ক্রি‌কেট লীগ উ‌দ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নি‌খিল কুমার চাকমা।

উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে পৌর মেয়র ও ক্রিকেট উপ প‌রিষ‌দের আহবায়ক আকবর হোসেন চৌধুরীর সভাপ‌তি‌ত্বে বিশেষ অ‌তি‌থি ছিলেন পু‌লিশ সুপার মীর মোদদাছছের হোসেন, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, ‌জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপ‌তি মামুনুর র‌শিদ মামুন, সাধারন সম্পাদক শ‌ফিউল অাজম প্রমূখ।

উ‌দ্বোধনী খেলায় বর্তমান চ্যা‌ম্পিয়ন অ‌ভিলাষ ক্রিকেট ক্লাবকে ২ উইকেটে হা‌রিয়ে আগামী সংঘ শুভসূচনা করেছে। ম্যান অব দা ম্যাচ হ‌য়ে‌ছেন বিজয়ী দ‌লের মাহফুজ। তি‌নি ৩ উইকেট ও ১১ রান করেছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।