রাঙামাটিতে বজ্রপাতে এক গৃহিণীর মৃত্যু

রাঙামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে দুটি গরুসহ এক গৃহিণীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে জেলার লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের সাত নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় বাসিন্দা মো: আব্দুর রহিমের স্ত্রী দুলু বেগম (৪৫) বজ্রপাতে নিহত হন। এ সময় একই ঘরের বারান্দায় থাকা দুটি উন্নত জাতের গরুও মারা যায়।

পরিবারের সদস্যদের মতে, বৃষ্টির সময় তিনি ঘরের বারান্দায় বৃষ্টির পানি সংগ্রহ করার চেষ্টা করছিলেন, হঠাৎ আকাশে বিজলি চমকালে ওনার মেয়ে ঘরে চলে যায়। কিন্তু মাকে আসতে না দেখে সে পুনরায় দেখে তার মা বারান্দায় পড়ে আছে। মেয়েটি পাশে থাকা তার ভাইকে বিষয়টি জানালে মৃত ব্যক্তির ছেলে এসে তাকে ঘরের ভিতরে নেয়।

পরবর্তীতে সে মৃত বলে নিশ্চিত হলে পরে পরিবারের সদস্যরা দাফনকাজ সম্পন্ন করেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।