রাঙামাটিতে ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষন কোর্স শুরু

NewsDetails_01

রাঙামাটিতে জেলা পর্যায়ে ভুমি প্রশাসনে জন দূর্ভোগ কমানোর জন্য ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ৫ দিনব্যাপী উন্নত ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষন কোর্স সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন।
উন্নত ও দূর্নীতি মুক্ত ভূমি প্রশাসন গড়ে তোলার জন্য ৫ দিনব্যাপী এ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। রাঙামাটি জেলা প্রশাসনের বাস্তবায়নে জেলার ইউনিয়ন ভূমি সহকারী, সার্ভেয়ার, রাজস্ব সহকারী, পেশকার, বেঞ্চ সহকারী এবং সার্টিফিকেট সহকারীসহ সংশ্লিষ্ট অর্ধশত কর্মকর্তা এ প্রশিক্ষন কোর্সে অংশ নিচ্ছে।

আরও পড়ুন