সূত্র থেকে জানা যায়, শনিবার দিবাগত রাতে উপজেলার নয় কিলো এলাকায় ইউপিডিএফ’র (প্রসীত গ্রুফ) আস্তানায় অভিযান চালায় যৌথবাহিনী।
এসময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আস্তানা থেকে ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি, নগদ ৫হাজার ৩২টাকা এবং চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত অস্ত্রসহ অন্যান্য সরঞ্জমাদি থানার হেফাজতে নেওয়া হয়েছে।