রাঙামাটি পাবলিক কলেজে কোন ছাত্র রাজনীতি চলবে না বলে জানিয়েছেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী । মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীণ বরণ অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কলেজ ক্যাম্পাস ছাত্র রাজনীতি মুক্ত থাকলে শিক্ষার্থীরা ভাল ফলাফল করে, এ কলেজে ছাত্র রাজনীতি না থাকায় শিক্ষার্থীরা ভাল ফলাফল করতে পেরেছে।
তিনি এ কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্য আরো বলেন, ভাল ভাবে লেখাপড়া করুন, এ কলেজে কোন ছাত্র রাজনীতি চলবে না, এ কলেজ রাজনীতি মুক্ত। ছাত্র রাজনীতির পিছনে সময় দিতে গিয়ে শিক্ষার্থীরা লেখাপড়ায় অমনোযোগী হয়ে পড়ে বলে মন্তব্য করেন পৌর মেয়র।
জেলা প্রশাসক মো: সামসুল আরেফিনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান,জেলা পরিষদের সাবেক সদস্য মণিরুজ্জামান মহসিন রানা,কলেজ পরিচালনার কমিটির সদস্য ডা: একে দেওয়ান, আবু সাদাৎ সায়েম এবং অভিভাবক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন, সাংবাদিক সুশীল প্রসাদ চাকমা।
আলোচনা সভা শেষে অত্র কলেজ থেকে সদ্য এইচ.এসসি পাস হওয়া ১১ কৃতি শিক্ষার্থীদের মাঝে অতিথিরা ক্রেস্ট প্রদান করেন।