রাঙামাটিতে বাড়ছে করোনার শনাক্তের হার। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দুই দিনের মধ্যে গত শুক্রবার ৩ জন, বৃহস্পতিবার ১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। চলতি মাসের প্রথম দিন থেকে শনাক্তের হার বাড়তে শুরু করেছে।
রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের তথ্য পর্যালোচনা করে করোনার এসব বিষয় জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২৪ নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩.০৪ শতাংশ। রাঙামাটি জেলায় এ পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ৫০৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লক্ষ ৯৩ হাজার ৬৭