রাঙ্গামাটিতে কৃষকদের মাঝে সেচ পাম্প ও পাওয়ার টিলার বিতরণ

NewsDetails_01

রাঙ্গামাটিতে কৃষকদের মাঝে সেচ পাম্প ও পাওয়ার টিলার বিতরণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের ও এসআইডি-সিএইচটি, ইউএনডিপি’র সহযোগিতায় স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগাং হিল ট্র্যাক্টস(এসআইডি-সিএইচটি) শীর্ষক প্রকল্পের আওতায় জিওবি’র অর্থায়নে রাঙ্গামাটিতে কৃষক মাঠ স্কুলের সদস্যদের মাঝে বিনামূল্যে পাওয়ার টিলার ও সেচ পাম্প বিতরণ করা হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে আজ সোমবার (২৩জুলাই) সকালে এ উপলক্ষে জেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা। এ সময় রাঙ্গামাটি ইউএনডিপি’র কর্মকর্তা ঝুমা দেওয়ান, কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরন চাকমা,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের কৃষি প্রকৌশলী দেবাশীষ চাকমা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আ প্রু মারমা,বন্দুকভাঙ্গা ইউনিয়নের প্রতিনিধি বিমুলেন্দু চাকমা, মগবান ইউনিয়নেরভারপ্রাপ্ত চেয়ারম্যান পুস্প রাজ চাকমা’সহ কৃষক মাঠ স্কুলের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনাসভায় বক্তরা বলেন, কৃষকদের এগিয়ে নিতে এবং তাদের ভাগ্যউন্নয়নে সরকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে। স্বপ্লমূল্যে বীজ, সার, আধুনিক যন্ত্রপাতি বিতরণ, চাষীদের সহজভাবে ব্যংক একাউন্ট খোলা’সহ বিভিন্ন সুবিধা কৃষকদের প্রদান করছে।
আলোচনা সভা শেষে পরিষদ প্রাঙ্গণে সদর উপজেলার ৬টি ইউনিয়নের কৃষক গ্রুপের মাঝে ১৩টি পাম্প মেশিন ও ১৩টি পাওয়ার টিলার বিনামূল্যে বিতরণ করেন অতিথিরা।

আরও পড়ুন