রাঙ্গামাটির জুড়াছড়িতে ধর্মীয়গুরুকে অপহরণ

রাঙ্গামাটির দূর্গম জুড়াছড়ি উপজেলা থেকে ধর্মজিৎ ভান্তে নামের এক ধর্মীয় গুরুকে অপহরণ করা হয়েছে। গত রোববার রাতে ঘটনাটি ঘটলেও আজ সোমবার স্থানীয়দের মাঝে তা জানাজানি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে উপজেলার দূর্গম দুমদুম্যা ইউনিয়নের দুমদুম্যা বৌদ্ধ বিহারে ধর্মজিৎ ভান্তে তার সঙ্গীদের নিয়ে ধ্যানমগ্ন অবস্থায় ছিলো। এসময় একদল সশস্ত্র দুর্বৃত্ত মন্দিরে ঢুকে মারপিঠ করে ভান্তেকে অপহরণ করে। ভান্তের সাথে থাকা সঙ্গীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমদুম্যা ইউনিয়নের চেয়ারম্যান শান্তিরাজ চাকমা জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি রোববার রাতে ৭-৮জনের একটি সশস্ত্র দল অস্ত্রের মুখে ভান্তেকে তুলে নিয়ে যায়।

আরও পড়ুন