রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা এইসব অনাথ শিশুদের মাঝে শীতবস্ত্র তুলে দেন। এইসময় ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাগর চক্রবর্তী, রাইখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মংক্য মার্মা,সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার উপস্থিত ছিলেন। এর আগে গত সোমবার চিৎমরম চংড়াছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা জানান ১২০ জন শিশুদের মাঝে এই শীতবস্ত্র বিতরন করা হয়।