রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য কতৃক কাপ্তাইয়ে শীতবস্ত্র বিতরণ

purabi burmese market

রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা অনাথ শিশুদের মাঝে শীতবস্ত্র তুলে দেন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহায়তায় আজ বৃহস্পতিবার রাঙামাটির কাপ্তাই আল আমীন নুরিয়া শিশু সদন এবং রাইখালী মতিপাড়া বৌদ্ধ বিহার অনাথ শিশু কল্যাণ কেন্দ্রে বসবাসরত অনাথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা এইসব অনাথ শিশুদের মাঝে শীতবস্ত্র তুলে দেন। এইসময় ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাগর চক্রবর্তী, রাইখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মংক্য মার্মা,সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার উপস্থিত ছিলেন। এর আগে গত সোমবার চিৎমরম চংড়াছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা জানান ১২০ জন শিশুদের মাঝে এই শীতবস্ত্র বিতরন করা হয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।