রাঙ্গামা‌টিতে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল শুরু

NewsDetails_01

রাঙ্গামা‌টিতে প্রাথ‌মিক বিদ্যালয়গুলোকে নিয়ে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবলের জেলা পর্যয়ের খেলা শুরু হয়েছে।

NewsDetails_03

আজ শ‌নিবার (৪ জানুয়ারি) সকালে বীর মু‌ক্তি‌যোদ্ধা শহীদ আব্দুর শুক্কুর স্টে‌ডিয়া‌মে প্র‌তিযোগিতার উ‌দ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর র‌শিদ। এসময় জেলা প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, সহকারী প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা প‌রিনয় চাকমা ও র‌বিউল হোসেন উপ‌স্থিত ছিলেন।

উ‌দ্বোধনী দিনে বালকদের খেলায় না‌নিয়ারচর উপ‌জেলা ৪-৩ গোলে কাউখালকে এবং বা‌লিকাদের খেলায় কাউখালী উপজেলা ৩-২ গোলে না‌নিয়ারচরকে পরা‌জিত করে।

আরও পড়ুন