শনিবার সকালে গার্ডার ব্রীজসহ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি । পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৭০ লক্ষ টাকা ব্যয়ে রোয়াংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন মন্ত্রী । এসময় রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো:ইয়াছির আরাফাত,পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্য সা প্রু, কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, লক্ষীপদ দাশ, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্যবামং মার্মা, পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রেকৗশলী মো:ইয়াছির আরাফাতসহ বিভিন্ন সরকারী অফিসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।