রোয়াংছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

NewsDetails_01

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৮ আগস্ট)রাতে স্কুলছাত্রীর বাবা ওই ঘটনায় থানায় মামলা দায়ের করেন। তবে গত রবিবার বিকেলের দিকে ধর্ষণের ঘটনাটি ঘটে।

NewsDetails_03

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে উপজেলার ব্র্যাক ম্যানেজার প্রদীপ কুমার চাকমা ওই স্কুলছাত্রীকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে। পরের দিন সকালে ওই স্কুলছাত্রী বিষয়টি বাড়ির মালিককে জানান। বাড়ির মালিক পুরো বিষয়টি স্কুলছাত্রীর অভিভাবককে জানান। পরে বিষয়টি জানাজানি হলে প্রদীপ কুমার চাকমাকে সাময়িক বরখাস্ত করেন ব্র্যাক কর্তৃপক্ষ। খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা চিকন চান কারবারি পাড়া বাসিন্দা সুজয় চাকমার ছেলে প্রদীপ কুমার চাকমা।

রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ কবির বলেন, মেয়েটির অভিভাবক থানায় এসে মামলা দায়ের করেছেন। আসামি বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে প্রদীপ কুমার পলাতক আছেন।

আরও পড়ুন