উপজেলা আওয়ামীলীগ সূত্রে জানা গেছে, উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও বান্দরবান জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ, কাঞ্চন জয় তংচঙ্গ্যা,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরী, এ কে এম জাহাঙ্গীর,হ্লা থোয়াই হ্রী মার্মা, সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন, বর্তমান সরকার গনতান্ত্রিক সরকার, জনগণকে সাথে নিয়ে সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা দারিদ্র ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান।
পরে বিকেলে গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার ৪টি ইউনিয়নের মোট ৯৯ জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে মত প্রকাশ করেন। সভাপতি পদে ২ জন এবং সেক্রেটারী পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করে। চহ্লামং মার্মা বাহার ৬৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন তার নিকটতম প্রার্থী শিশির তংচংগ্যা পান ২৯ ভোট । ৬৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন আনন্দ সেন তংচঙ্গ্যা তার নিকটতম প্রার্থী ধীরেন বম পান ২৮ ভোট। বিকেলে প্রধান অতিথি নব নির্বাচিতদের নাম ঘোষনা করেন। তিন বছর পর জেলার রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
1 মন্তব্য
Well come..