রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগ কমিটি, ৪টি ইউনিয়নের আওয়ামী লীগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে পার্বত‍্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এর বাস ভবনে সাংগঠনিক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় পার্বত‍্য মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলে পার্বত‍্য এলাকায় ব‍্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নকে দমিয়ে রাখতে কুচক্রিমহল চেষ্টা চালাচ্ছে। তারপরও প্রধানমন্ত্রী সুযোগ‍্য নেতৃত্ব ও সঠিক দেশ পরিচলনায় উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে। এ ধারাবাহিকতায় অচির‍ে ব‍্যাপক উন্নয়ন বাস্তবায়িত হবে।
এসময় মন্ত্রী আগামী ইউপি নির্বাচনে নৌকা প্রার্থীকে জয় করতে উপজেলা ও ইউনিয়নে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির করার পরামর্শ প্রদান করেন।

আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) মতবিনিময় সভায় রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত‍্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মংক‍্যচিং চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হ্লাথোয়াইহ্রী মারমা, সাংগঠনিক সম্পাদক ক‍্যসাপ্রু, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ‍্যা, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ।

অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম এর সঞ্চালনায় সাংগঠনিক কার্যক্রম পাঠ করেন রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বনাথ তঞ্চঙ্গ‍্যা। এসময় বক্তব্য রাখেন রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, জনমজয় তঞ্চঙ্গ‍্যা, নুচমং মারমা, চিংসামং মারমা, মংহাইনু মারমা প্রমুখ।

আরও পড়ুন