উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে লামার মাতামুহুরী নদীর মিশন ঘাট সংলগ্ন মেরাখোলা প্লাবনভূমিতে পোনা অবমুক্ত করা হয়। পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্ভোধন করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মফিদুল আলম, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াই নু মার্মা, জেলা মৎস্য অফিসের কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।