বান্দরবানের লামা উপজেলায় ১১ পিচ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার গজালিয়া ইউনিয়নের ডিসি সড়ক নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো-জেলার রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের মধ্যম পাড়ার বাসিন্দা হ্লাথাইচিং মার্মা (২০) ও গজালিয়া ইউনিয়নের হেডম্যান পাড়ার বাসিন্দা উথোয়াইনু মার্মার ছেলে উসাই ওয়াই মার্মা (১৯)।
সূত্র জানায়, লামা-সুয়ালক সড়কের ডিসি এলাকায় ইয়াবা বিকিকিনি হচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে গজালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. বিল্লাল হোসেন সিকদারের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা শুক্রবার সকাল ৬টার দিকে সড়কের ডিসি এলাকায় অভিযান চালায়। এ সময় ১১ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করে পুলিশ।
গজালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বিল্লাল হোসেন সিকদার বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।