লামায় ইয়াবাসহ দুই যুবক আটক

বান্দরবানের লামা উপজেলায় ১১ পিচ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার গজালিয়া ইউনিয়নের ডিসি সড়ক নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

NewsDetails_03

আটকরা হলো-জেলার রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের মধ্যম পাড়ার বাসিন্দা হ্লাথাইচিং মার্মা (২০) ও গজালিয়া ইউনিয়নের হেডম্যান পাড়ার বাসিন্দা উথোয়াইনু মার্মার ছেলে উসাই ওয়াই মার্মা (১৯)।

সূত্র জানায়, লামা-সুয়ালক সড়কের ডিসি এলাকায় ইয়াবা বিকিকিনি হচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে গজালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. বিল্লাল হোসেন সিকদারের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা শুক্রবার সকাল ৬টার দিকে সড়কের ডিসি এলাকায় অভিযান চালায়। এ সময় ১১ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করে পুলিশ।

গজালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বিল্লাল হোসেন সিকদার বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন