মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, লামা উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি মাদ্রাসার শিক্ষার্থীরা এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ১ হাজার ২৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে ১ হাজার ২৩জন এবং মাদ্রাসা পর্যায়ে দাখিলে পরীক্ষার্থী সংখ্যা ২৪৮ জন। মাধ্যমিক পর্যায়ে ৪ জন ও মাদ্রাসা পর্যায়ে ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। কেন্দ্র গুলো হলো- লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী উচ্চ বিদ্যালয়, চাম্বি উচ্চ বিদ্যালয় ও লামা উসলামিয়া ফাজিল মাদ্রাসা।
লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব আবদুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
1 মন্তব্য
দ্বিতীয় দিনে উপস্থিত হবে।