লামায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্ম বিরতি পালন

NewsDetails_01

লামায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্ম বিরতি পালন
বেতন ভাতা ও পেনশন সরকারি কোষাগার থেকে পাওয়ার দাবিতে কর্মবিরতি পালন করেছে বান্দরবানের লামা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২পর্যন্ত পৌরসভা চত্বরে তারা এ কর্মবিরতি পালন করে।
এতে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের উপজেলা কমিটির উপদেষ্টা ও পৌর সভার প্রকৌশলী রাজিব বড়ুয়া, সভাপতি ও লাইসেন্স ইন্সপেক্টর মো. তানফিজুর রহমান, সাধারন সম্পাদক ও হিসাব রক্ষক নুর মোহ্ম্মাদ, অর্থ সম্পাদক ও টিকাদানকারী মো. জাকের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় লামা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ জানান, নাগরিক জীবনের সকল বিষয়ে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সেবা দিয়ে থাকলেও বেশির ভাগ পৌরসভায় তারা ঠিকমত বেতন-ভাতা পান না। চাকরি শেষে সকল সরকারি কর্মকর্তা কর্মচারি পেনশন পান। অথচ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা তাও পান না। এ প্রেক্ষিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক দাবী সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতা ও পেনশন প্রদান করা। তারা সারা বাংলাদেশের পৌর কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক দাবী মেনে নেয়ার জন্য জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবী জানান।

আরও পড়ুন