বান্দরবানের লামা উপজেলায় ‘প্রজনন স্বাস্থ্য, মা ও শিশুর যতœ এবং জনসংখ্যা সমস্যা বিষয়ক’ কথামালা নিয়ে সচেতনতা মুলক উঠান বৈঠক করেছে তথ্য অফিস।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দরদরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ বৈঠক অনুষ্ঠি হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন, তথ্য অফিসার মো. রুহুল আমিন চৌধুরী।

এতে সহকারী শিক্ষক তামজিদুল ইসলাম, শিমুলতা বড়–য়াসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, শতাধিক নারী ও শিশু অংশ গ্রহণ করেন।
বৈঠকে প্রজনন স্বাস্থ্য, মা ও শিশুর যতœ এবং জনসংখ্যা সমস্যা বিষয়ের উপর সচেতনতামূলক বিস্তারিত ধারনা দেন, তথ্য অফিসার মো. রুহুল আমিন চৌধুরী।