বান্দরবানের লামা উপজেলায় গণিত পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। ১৯ নভেম্বর শুরু হয়ে ২৬ নভেম্বর রবিবার পর্যন্ত এ পরীক্ষা চলে। সমাপনী দিনের পরীক্ষা কেন্দ্র সরজমিন পরিদর্শন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। এসময় পৌরসভার মেযর মো. জহিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যতীন্দ্র মোহন মন্ডল, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন বাদশা, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া ও সাংবাদিক বাবুমং মার্মা উপস্থিত ছিলেন। তারা ইয়াংছা অংহ্লারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, লামা সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখেন।
লামা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যতীন্দ্র মোহন মন্ডল বলেন,এবার উপজেলার ১০৪টি প্রাথমিক বিদ্যালয়ের ২ হাজার ৯৮৪ জন সমাপনী পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৮৪৬ জন উপস্থিত ছিল। অবহাওয়া পরিবর্তনের ফলে শারিরীক অসুস্থতার কারনে ১৩৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলার ১১ টি পরীক্ষা কেন্দ্রে ১১ জন সরকারি কর্মকর্তার নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ ও আনসার ভিডিপির সহায়তায় উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে।